Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পর্যটন কেন্দ্র ছাতড়া বিল
স্থান
চন্দননগর ইউনিয়নে
কিভাবে যাওয়া যায়
নিয়ামতপুর উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ১৫কি:মি: দূরে মহাদেবপুর উপজেলার সিমানা ঘেসে চন্দননগর ইউনিয়নে ছাতড়া বিল অবস্থিত।
বিস্তারিত

নিয়ামতপুর উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ১৫কি:মি: দূরে মহাদেবপুর উপজেলার সিমানা ঘেসে চন্দননগর ইউনিয়নে ছাতড়া বিল অবস্থিত। এর আয়তন প্রায় ২৪ বর্গ কি:মি:। বর্ষা মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে এক অপূর্ব সৌন্দর্য়ের সৃষ্টি করে। বিলের মধ্যে দিয়ে একটি সংযোগ সড়ক যোগাযোগের সম্পর্ক রক্ষা করছে  মহাদেবপুর উপজেলা ও নওগাঁ জেলা সদরের সাথে।এ সড়কে রয়েছে দুটি সূ-দৃশ্যমান সেতু, যেখানে পর্যটকরা বিলের সৌন্দর্য উপভোগ করতে ভিড়জমায় পড়ন্ত বিকেলে।এ বিলের ভিতর দিয়ে একটি খাল প্রবাহিত হয়ে মিলিত হয়েছে শিব নদীর সাথে। বিলের  মৎস্যআহরন করেজীবিকা নির্বাহ করে ১ হাজারের অধিক মৎস্যজীবি। এছাড়াও কৃষিকাজেব্যবহূত হয় এ জলাধারের বিশাল পানি। সব মিলিয়ে এ বিলটি  এক দিকে যেমন এতদঞ্চলের মানুষের বিনোদনের প্রধানতম আকর্ষণ অন্য দিকে খেটে খাওয়া সাধারণ মানুয়ের জীবন জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। এ বিলটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে, দেশ-বিদেশের অনেক পর্যটক এখানে আগমন করবেন। একই সাথে মৎস্য অভয়াশ্রম তৈরির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছেরচাহিদা পূরণ করে দেশ-বিদেশে রপ্তানি করা সম্ভব হবে এবং অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।