Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চন্দননগর ইউনিয়ন

èনাম- ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদ।                                        èআয়তন- ২০.৪২ বর্গ মাইল।

èলোকসংখ্যা- ২৪,১৬৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)। èগ্রামের সংখ্যা- ৫৪টি।

èমৌজার সংখ্যা- ৩৭টি।                                                          èশিক্ষার হার- ৩৫.১১% (২০১১ সালের শিক্ষা জরীপ অনুযায়ী)

èসরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬টি,                                               èবে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়- ৩টি, èউচ্চ বিদ্যালয়- ৩টি,

è  নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি

èযোগাযোগের মাধ্যম- রিক্সা ভ্যান, অটো রিক্সা, ভুটভুটি  èমাদ্রাসা- ২টি।   èকলেজ- ২টি। èদায়িত্বরত চেয়ারম্যান- মোঃ খালেকুজ্জামান (তোতা)।

èইউপি ভবন স্থাপন কাল- ২০১১ সাল। èনব গঠিত পরিষদের বিবরণঃ-    èশপথ গ্রহণের তারিখ- ১৬/০৮/২০১১ ইং

èপ্রথম সভার তারিখ- ১৭/০৮/২০১১ ইং                                        èমেয়াদ উর্ত্তীনের তারিখ- ১৭/০৮/২০১৬ ইং

                               

                                                         গ্রাম সমূহের নামঃ-

 

আরজিকাশিবৃত্তি, বামইন, বাদমালাহার, দামাপাড়া, ভাটপাড়া, বামইন,দেড়ীপাড়া, বেনীপুর, ভাটপাড়া, বিলাশৈল, বিষ্ণপুর, বুধুরিয়া, বুধুরিয়া করমজাই, বুধুরিয়া ডাংগাপাড়া, ছাতড়া, চিনড়া, চকনরোত্তম, চন্দননগর, মধ্যপাড়া, চেরাগীপাড়া, বেগুনবাড়ী, সাওতালপাড়া, পদ্ম পুকুর, গনেশপাড়া, তাতিহার, লক্ষিডাংগা, গাংগইল, গোবিন্দপুর, দাসড়া, হরশৈল, জয়পুর, কান্তইল, করমজাই, কার্তিকপুর, খারহাট, কোদালীশহর, কুষ্ণপুর, লক্ষিপুর, মহাভার, নটিপুকুর, নেহেন্দা, পুংগী, উচিলাহার, আরজিকাশিবৃত্তি, বামইন, বাদমালাহার, দামাপাড়া, বামইন, ভাটপাড়া,তেঘরিয়া, তালপুকুরিয়া, সিংড়া, শিয়ালীপাড়া, সন্তোষপাড়া, চকরামনগর, পুর্বপাড়া, পশ্চিমপাড়া, রামনগর,

 

 

ইউনিয়ন পরিষদের জনবলঃ-

 নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।

 ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।

 ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০ জন।